কীভাবে বদলে যায় সংখ্যাগুলো
এক থেকে দশ মূলসংখ্যা ঘুরেফিরে
নতুন একটি দিন নতুন একটি মাস
নতুন একটি বর্ষ নিয়ে আসে।

কী অবলীলায় পাল্টে ফেলি বর্ষপঞ্জি
দিই বসিয়ে একের পিঠে আর এক সংখ্যা
এই এখনই সত্য ছিল অথচ হারিয়ে গেল
বিস্মৃতির অতল গভীরে!

সহজেই কত মেধা শ্রম কষ্ট ভালোবাসা
স্মরণীয় বরণীয় ঐতিহাসিক সংখ্যাটি
প্রভাতেই সচেতন প্রয়াসে বদলে দেই।

কত রক্তঝরা মুহূর্ত
আনন্দ সঘন ক্ষণ
কত স্মৃতিময় দিন
পিছু ফেলে মানুষ এগিয়ে যায়;
মানুষ কী শক্তিমান!
মানুষ কি রোবট?