কোথাও দাঁড়াতে পারছি না
যে মাটিতেই পা রাখি চোরাবালি
সরে সরে যায় ধূসর জমিন!
দুরন্ত অশ্বের খুর ডুবে যায় গহিন মরীচিকায়
প্রখর সূর্যের অগ্নি নিভে যায় চিরায়ত অন্ধকারে।

এত কুয়াশায় ডোবা চরাচর,
এত দিকভ্রান্তি, এত প্রহেলিকা
প্রেতায়িত জোছনার হাতছানি,

লেলিহান স্বপ্নশিখা তবু
দাউ-দাউ জ্বলে বুকের চিতায়,
আরক্তিম কুজ্ঝটিকা ছিন্ন করে তবু
কেন এক ফুটন্ত ভোরের উন্মাদনা?

উন্মূল-উদ্বাস্তু কুকুরের মতো;
পথে পথে এই তাড়িত জীবন কতদিন আর?
স্বপ্ন-পালকের নিচে লুকানো দগদগে ঘা নিয়ে
কত আকাশ-নক্ষত্র পাড়ি দিতে হবে
কত মহাকাল?

এত রোদ-ঝলসানো যাত্রা
এত অশ্র“ ভেজা পথ
এত দুঃখ-বোনা মাটি
এত রক্ত-ছড়ানো কংক্রিট
তবু কি ফুটবে না এক নদী-ভোর?

কোথাও দাঁড়াতে পারছি না
যে মাটিতেই পা রাখি চোরাবালি
সরে সরে যায় ধূসর জমিন।
কালো মজুরের মতো ভাঙছি ভাঙছি
ভাঙছি কেবল এই অন্ধকারে জীবনের
কালো কয়লার খনি।