আমি দুখের মতন, ভালোবাসার মতন, খুববেশি ভালো আছি
সবুজ পাখিকে যারা ভালোবাসে, ভালোবাসে শ্যামল তরুকে যারা
নীলিমাকে ভালোবাসে, ভালোবাসে নদী জল ফুল নারী ভালোবাসে
আমি তাদের মতন খুববেশি ভালো আছি আমি খুব ভালো আছি।

তোমরা পাখির কান্না শোনোনি কখনো ভালোভাবে, তাহলে আমার
কান্না নিশ্চয়ই শুনতে পেতে, বৃক্ষ ভালোবাসলে
আমার স্নিগ্ধতা চে’তে;
ফুল, নারী প্রিয় হলে ভালোবাসতে আমাকে; সুবিধাবাদী হতে না।

আমি তোমাদের শত্র“, তোমরা আমার দূরে থাকো, কাছেই এসো না
ছায়াটুকু মাড়িয়ো না, চোখ তুলে তাকিয়ো না, বেশি ঘৃণা করো শুধু
আমি তোমাদের কাছে ভালোবাসা পেতে চাইব না কখনোই,
জেনে রাখো।

আমি ফুল পাখি, নদী জল, আকাশ পাহাড়, নারী প্রেম ভালোবাসি;
তাদের সাথেই আমি মিশে আছি পথে, বনে, মাঠে, কারখানায়।

৬.১.৭৯
ঢাকা কলেজ, ঢাকা