ভাসতে ভাসতে অথৈ সমুদ্রে
তোমার সঙ্গে দেখা
দিকভ্রান্ত নাবিকের চোখের সবুজ দ্বীপের
হাতছানি; মধুর হৃদয়।

খুব সহজেই নোঙর ফেলেছি
আঁকড়ে ধরেছি সোনার মৃত্তিকা
দিও হৃদয়ে সামান্য ঠাঁই
যেমন চাঁদের বুকে মানুষের।

উড়ন্ত মেঘের মতন দুরন্ত সময়ে
এসো, নীলাভ আলোর নিচে
মুখোমুখি কিছুক্ষণ বসে থাকি
আর চলো ছুটে যাই দূর
বনভূমির নির্জন সবুজের কাছে।

কাজ নয় বিত্ত নয় চিত্ত শুধুই উদ্বৃত্ত হোক
ভালোবাসা হোক একমাত্র সুসাশ্রয়।

বসন্ত থাকে না চিরকাল
ঝরাপাতার মতন
হারিয়ে ফুরিয়ে যাবে সবকিছু
মাঘী পূর্ণিমার উন্মত্ত জোছনা
দিকচিহ্নহীন চলো ভেসে যাই।