দ্রুতযানের জানালা দিয়ে ছুটে আসা
তীব্র বাতাসে উড়–ক্কু তোমার রেশমি চুল;
লুটোপুটি খাচ্ছিল আমার চোখেমুখে
মিহিন আঙুলে তুমি বারবার সরিয়ে নিচ্ছিলে।

ভীষণ ভালোলাগায় বলতে ইচ্ছে করছিল
প্লিজ ওগুলোকে নিও না সরিয়ে
তোমার বদলে ওরাই নাহয় দিক
অমৃত চুম্বন।
জোছনার কুঁচির মতো তোমার সলাজ হাসি
বারবার ঢেউ খেলে যাচ্ছে ঠোঁটের তরঙ্গে
মুঠোর ভেতরে মুঠি আঙুলের ভেতরে আঙুল
অন্তঃশীলা স্রোতের মতন রক্তের প্রবাহে নাচে সুখ!

যত দ্রুত ছুটে যায় দ্রুতযান যত দ্রুত হয় হৃৎস্পন্দন
ততই তোমাকে হারাবার শোক জেগে ওঠে বুকে।

আহা! যদি কোনদিন এই চলা না ফুরাত আর
আনমনে বারবার ভুল করে ভুল পথে
দিকচিহ্নহীন ছুটে যেতে পারতাম আজীবন!