বিহŸল রাত্রির বধির বাকল ছিঁড়ে
নাড়িছেঁড়া রক্তমাখা শিশুর মতন জেগে ওঠো ভোর
বেদনা-জরায়ু চিরে কুসুমিত কান্নার চিৎকারে
হেসে উঠুক বিষণœ বিবর্ণ স্বদেশ
ডিজিটাল প্রতারণাগুলো প্রাপ্তির জোয়ারে ভাসুক
হতাশার কালো ধোঁয়া আশার আগুন জ্বালুক
গলে গলে পড়–ক দগ্ধিত জীবনে।

০৪.০৩.২০১০ সেগুনবাগিচা