ভোরের সূর্যের রেখায় তোমার মুখ
বঙ্গোপসাগরে জ্বলজ্বল করে উঠুক
সুন্দরবনের অরণ্যে ডোরাকাটা জাগুয়ার
হিংস্র নখর গুটিয়ে নিক ঘাই হরিণের কাছে নতমুখে।

মেঘ ও মাটির সঙ্গমে বিশাল বিরানভূমিতে
অঙ্কুরোদ্গম ঘটুক নতুন বীজের সবুজ হৃদয়ে
পাখির পালক শান্তির নিবিড় ছায়া মেলুক
শিকারির নগ্ন নয়নে নামুক শিশুর মমতা।

দুধ জোছনা ধুয়ে ধুয়ে লাল পরী নেমে আসুক
রাত্রির পেখম খুলে সুবর্ণিল ফসলের মাঠে
দুঃখ-জাগানিয়া রাখালি বাঁশির সুর
থেমে গিয়ে বেজে উঠুক মধুর আনন্দধ্বনি।

বেদনার নীল ছায়া ঢাকা তোমার শোকার্ত মুখ
থেকে মুছে ফেলে প্রগাঢ় রক্তের কারুকাজ
জুঁই সাদা হাসির উল­াসে মগ্ন
স্বদেশের নিষ্পাপ মুখ দেখতে চাই।

২৫.১১.৯৪ ঢাকা