তোমার লগে আমার হয় নাই দেখা
রক্তবারুদ সময়ে, যদি হইতো হাত ধইরা
টাইনা লইয়া যাইতাম স্টেনগান বাজাইতে বাজাইতে
গেরিলা কৃষ্ণরাধা।

তোমার লগে আমার হয় নাই দেখা শরণার্থী শিবিরে
যদি হইতো বুলেটের মালা গাঁইথা
ট্রিগারের কলমা পইড়া বারাইয়া পড়তাম বরকনে
পৃথিবীর শ্রেষ্ঠ অভিসারে পলাশ শিমুল কৃষ্ণচূড়া বিছাইনা
পথে পথে জাহান্নামের অগ্নিকুÐের মইধ্যে দিয়া
পা পোড়াইয়া গা ঝলসাইয়া ছাইবারুদের সুবাস
ছড়াইতে ছড়াইতে পদ্মা মেঘনা যমুনার কুল বাইয়া
ঠিকই পৌঁছাইয়া যাইতাম রক্তধোয়া ফুলশয্যায়।

তোমার লগে আমার হয় নাই দেখা
মর্টারের শেলে কাঁইপা কাঁইপা ওঠা বাংকারে
যদি হইতো শহীদ বন্ধুর ফিনকি দেয়া বুকের সিন্দুর
আমি তোমার সিঁথিতে মাখাইয়া দিতাম
ট্যাংক মর্টার আর এলএমজির
আওয়াজই হইতো আমাদের মিলনের
ঢাকঢোল বাদ্য শঙ্খ সানাই।

হয় নাই বইলাই পাকপশুদের ঘাঁটির দিকে ক্রলিং কইরা
ট্রিগার চাইপতে চাইপতে আমি যেন কোনো দিন না দেখা
তোমারেই পাইবার আশায় গুলি ফুটাইতেছিলাম
দ্যাশ পাইলাম, পতাকা পাইলাম, তোমারে তো পাইলাম না।

২৭.০২.২০১১ পুরানা পল্টন