তৃপ্তি তোমার অতৃপ্ত হৃদয়
কারে দিল ঠাঁই
এই প্রশ্নের জবাব আমি
কোথায় গেলে পাই?

সোনার বরণ চন্দ্রমুখ
কেন রাখো ঢেকে
কেন ঢাকো মধু-অঙ্গ
ভ্রমর দৃষ্টি থেকে?

ইচ্ছে করে খুলে দেখি
লুকিয়ে রাখা সিন্দুক
মণি মুক্তা ধন রতœ
যা খুশি বলুক নিন্দুক।

জানি দেখা হবে না কিছু
এ জীবন যাবে বৃথা
তবু বুকে স্বপ্ন পুষে
রচে যাব কাব্যগাথা।

২১ জুন ২০০৯, ঢাকা