তুই যে আমার কী, তুই যে আমার কী!
না প্রেমিক না বৌ নাকি আরো অধিক কিছু?

তুই যে আমার কী, তুই যে আমার কী!

মেধাও মননে তুই
শির-উপশিরায় তুই
হৃৎস্পন্দনে তুই
মন ব্যেপে তুই

তুই যে আমার কী, তুই যে আমার কী!

আমার রোদন-ভরা রাত্রি
হেসে ওঠে শুধু তোর সামান্য কৃপায়,
রৌদ্রকরোজ্জ্বল দিবস আমার
ঘন তমসায় ঢেকে যায় শুধু
তোর এতটুকু অবহেলায়

তুই যে আমার কী, তুই যে আমার কী!

তোকে দেখেও থাকতে পারি না
না দেখেও না
তোকে পেয়েও হারাবার ভয়
না পেয়েও তাই

তুই যে আমার কী, তুই যে আমার কী

কেউ জানে না কেউ জানে না
তুই যে আমার কী!