তাঁর হাতে নির্মিত আজকের জাতীয় কবিতা উৎসব ও কবিতা পরিষদ- প্রদীপ মিত্র

মোহন রায়হান : মুখে কিংবা মাইক্রোফোনে উচ্চারণের সাথে সাথে সংস্থাপিত টানটান শব্দের দ্যোতনার মধ্য দিয়ে উঠে আসে উত্থান ও আন্দোলনগত শব্দছড়। যমুনার পাড়ভাঙা মানুষ তিনি, যৌবনেই হৃদয়ের আঘাতে ভাঙনমুখী বুক তাঁর জ্বলে উঠে সাহসী মানুষে এই সাহস কাব্যযাত্রায়, মানুষকে জাগাবার তন্ত্রে উচ্চকিত। লিটল ম্যাগাজিনের তুঙ্গ কর্মী, রাখাল আর প্রাক্সিস জার্নালের স্ফুলিঙ্গ বুকে ভরে ডাক দেন জাতীয় কবিতা উৎসবের। তাঁর হাতে নির্মিত আজকের জাতীয় কবিতা উৎসব ও কবিতা পরিষদ। উপরন্তু আশির দশকের ছাত্র রাজনীতির রচকও মোহন। মোহন রায়হান মানেই লাল ভালোবাসার বারুদ পায়ে হেঁটে যাওয়া এক তরুণ এবং তারুণ্যের ক্যাপ্টেন।

Leave a Reply