তাঁর কবিতা সুন্দর স্বপ্নময় -যাকিয়া সুমী সেতু

কবি মোহন রায়হান তাঁর মনের অবচেতনাংশে তাঁর রূপ সৃষ্টির এমন একটি রহস্য বিস্ময়পূর্ণ সৌন্দর্য আবিস্কার করেন যা একমাত্র প্রাজ্ঞ দৃষ্টি বলেই সম্ভব। তাঁর কবিতায় রয়েছে উপমা, উৎপেক্ষা, রূপক, রঙ, চিত্রকল্পের প্রাতস্বিকতা। কথাও হয়ে ওঠে অলংকৃত ছন্দময় বাসনার প্রপাতে চাঞ্চল্যে আন্দোলিত।

এছাড়াও কবির কবিতায় এসেছে প্রেম, যা পরিশুদ্ধ চেতনায় পান্না সবুজ হয়ে অন্তর্নীল সৌন্দর্যে পৌঁছেছে। অনুরঞ্জিত আবেগে সমকালীন রাজনৈকি উত্তেজনার তীব্রতাও তিনি কবিতায় নিয়ে এসেছেন। পাশাপাশি রয়েছে সমাজ চৈতন্যের ক্রমভঙুরতা শ্রম শোষণ সমরশংকা মানুষের চিত্ত জাগতিক বিপণতা। এসব খুব সহজেই কবির কবিতায় স্থান পেয়েছে। তাই তাঁর কবিতা সুন্দর স্বপ্নময়।

Leave a Reply