সূর্যের বিপ্লব ভেঙে ফিরে এলে
টানটান জোছনায় টলমল এক নারী
জেগে থাকে একাকী শয্যায়
আর কাতর প্রতীক্ষা কাঁদে কবিতার।
ধূলিকণা ঘাম জবজবে শ্রমক্লান্ত কবি কার হবে?
তোমাদের কাছে করজোড়ে সে জানতে চায়
কার হবে? কার হবে? কার?
বিজ্ঞজনেরা নিশ্চয়ই বলবেন প্রত্যেকের।
কিন্তু বলো নিদ্রা কি জাগরণের ফুল
সঙ্গম কি কবিতার উৎসব
শিল্প কি শুধুই প্রতীক্ষা?