আমার কি আছে একজন
খুব বন্ধু! আছে?
বন্ধু মানে কি শত্র“?

অনেক দূরের কোন
পাহাড়ি ঝর্নাধারা
সে শুধুই আপন মনে
যায় বয়ে সুদূরের ঠিকানায়?

কোনদিকে, কারও পানে
সময় যে নেই তার ফিরে তাকাবার
যায় সে কোথায়? কার কাছে? কেন যায়?

বলো মেঘ, বলো বুনোহাওয়া
বলো এই বিষণœ বিনিদ্র কালোরাতÑ
আমি কেন রাতজাগা ডাহুকের মতো
শুনি তার সুনিদ্রিত স্পন্দিত বুকের
নিবিড় নির্ঝর!

২০০৯, ঢাকা