ঝরে যাওয়া নক্ষত্র
ফিরে পাওয়া যাবে না আর
অরণ্যের নিবিড় ছায়ায়
মরুভূমি, সমুদ্রের জলরাশি
সবুজ ঘাসের মাঝে
চাঁদের মাকাল ফল
নিভে যাওয়া সূর্যের আলো।

ব্যর্থ আহাজারি ফিরে আনবে না
স্মৃতিময় উজ্জ্বল দিনের গাঁথা
যে যার পছন্দের স্তন মুঠো করে ফিরে যাও
বিশ্বায়নের খোলা দরজায়, হোয়াইট হাউজের
উষ্ণ আতিথেয়তায়।

ঝরে যাওয়া নক্ষত্র ক্ষয়ে ক্ষয়ে
আরো লীন হয়ে একদিন মিশে যাবে
কান্না হাহাকার গোঙানিতে
উথলে উঠছে বঙ্গোপসাগর।

ঝুলকালি, কাদাজল, রক্তমাখা
তোমার প্রতিটি শ্রম দিবস প্রতিটি নিঘুম নিঃসঙ্গ রাত
ইঁদুরের তীক্ষè দাঁতে টুকরো টুকরো ছেঁড়াফোঁড়া
প্রধানমন্ত্রীর ছুটে যাওয়া গাড়ির চাকার
নিচে পিশে আর হাওয়ায় উড়ে উড়ে
আরো দুষিত করবে নগরীর কলুষিত পরিবেশ।

ঝরে যাওয়া নক্ষত্র
ফিরে পাওয়া যাবে না আর।

৫.১.৯৯
কলকাতা