আমার অন্য কোনো দিন নেই
অন্য কোনো ভালোবাসা-বেদনা
অন্য কোনো উৎসব-আয়োজন।

বারো মাসে তেরো পার্বণ বারে বারে আসে
সে-সকল কিছুই আমার নয়;

শুধু ধ্বংস আমাকে জাগাতে পারে
শুধু মৃত্যু আমাকে জাগাতে পারে
শুধু আঘাত আমাকে জাগাতে পারে
শুধু রক্তপাত আমাকে জাগাতে পারে।

বিক্ষোভ বিদ্রোহ আর মানুষের
বিপন্নতা আমাকে জাগাতে পারে।