এই ভূতুড়ে বাড়িতে কেবলি মানুষ খুন হবে
কেবলি ঝরবে রক্ত?
কত দীর্ঘশ্বাস বন্দি হবে এর জীর্ণ বুকে
কত অশ্র“ জমাট বাঁধবে এর প্রতিটি ইটের নিচে
কত রক্ত চায় এই ক্ষুধিত পাষাণ?

কতবার আততায়ী রাত আসবে নিষ্ঠুর মৃত্যুর ছোবল দিতে
কতবার চিরে ফেলা হবে বুক চকচকে বেয়নেটে
কতবার বুলেট ঝাঁঝরা করবে পাঁজর?

কতবার হানা দেবে হায়নারা?

এই ভূতুড়ে বাড়িতে কেবলি মানুষ খুন হবে
কেবলি ঝরবে রক্ত?

কতবার ধস নেমে ধ্বংস হবে
স্বপ্ন আর কাঙ্খার বীজ
কতবার লোহা আর ইট-সুরকির নিচে
চূর্ণ হবে জ্ঞান আর মনীষার মঞ্জরি?

কতবার খালি হবে জননীর বুক?

এই ভূতুড়ে বাড়িতে কেবলি মানুষ খুন হবে?
কেবলি ঝরবে রক্ত?