জানি না আবার কবে দেখা হবে
জানি না আবার কবে প্রিয় নামে
ডাকবপ্রিয়তা।

এভাবে তোমার কাছে হেরে যাব
এভাবে নিজেকে রেখে যাব দূরে
এরকম ভাবিনি কখনো আগে।

তবু এই সমুদ সৈকতে কিছু
নোনা স্মৃতি ফেলে যাই বেহিসেবি
তুমি কি কুড়িয়ে রাখবে ঝিনুক?
যতটুকু হোক প্রাপ্তি অসামান্য
তাই দিয়ে গড়ে তুলি শব্দসংঘ
তাই দিয়ে ভরে তুলি শূন্য হৃদয়।

যেতে যেতে শুধু মনে হবে
চাইনি তো চলে যেতে তবু চলে যাই
কেন যাই? কার কাছে? কে সে?

মনে হবে অভিমান দুলে দুলে ওঠে
দুঃখময় ছায়াহরিণীর কালো চোখ
বারে বারে জেগে ওঠে বুকে।

কবে দেখা হবে ফের কবে ফিরে
আসব আবার
ফিরে এসে এই তোমাকেই ফিরে
পাব কি আমূল?

৩১.১২.৯২ লন্ডন