তিরিশ লক্ষ মানুষের রক্ত আর সম্ভ্রমে আঁকা
জয়টিকা মুছে ফেলে ঘাতকের হাতে হাত রেখে
কী নির্লজ্জ ছেনালি হাসিতে উদ্ভাসিত

বাংলাদেশ তুই কার
ঘাতক না প্রেমিকের?

ট্রিগারে আঙুল রাখা বিজয়ের পতাকা উড়িয়ে
শত্র“মুক্ত করেছিল যারা প্রিয় মাতৃভূমি
সেইসব অসমসাহসী বীর আজ ভীরু পলাতক
মেনে নেয় পরাজিত পশুর পুনরুত্থান!

বাংলাদেশ তুই কার
বিজিতের না বিজয়ীর?

রক্তাক্ষরে লেখা সার্বভৌম সংবিধান
খাকি বুটের তলায় পিষ্ট হয় বার বার
ভুঁইফোঁড় উই দল মাটির ঢিবি ছেড়ে
গড়ে তোলে সুরম্য প্রাসাদ
গণজোয়ারে ভেসে যাওয়া পতিত অসুর
ফিরে পায় ক‚ল আবার জোয়ার শেষে
পুরাতন চরে

বাংলাদেশ তুই কার
স্বৈরাচার না জনতার?

কালোটাকা কালাকানুন অপরাধী অস্ত্র
কেড়ে নেয় ভোট ভাত জনতার সব অধিকার
স্বেচ্ছাচারী মূর্খ রাজনীতিক আর গুঁয়ে আমলাদের হাতে জিম্মি
জনগণ জননীতি উন্নয়ন সমৃদ্ধি বিকাশ
আর তোমার সবুজ পতাকা সমুন্নত রাখতে
যারা ঢেলে দেয় জীবনের সবটুকু নির্যাস
তারাই তুচ্ছ নিগৃহীত দণ্ডিত দেশদ্রোহী
বাংলাদেশ তুই কার
প্রতারক না প্রণয়ীর?

জল স্থল মাটি আকাশের খোলা দরজায়
অবাধে প্রবেশ করে বিশ্ববাণিজ্যের লোলুপ নেকড়ে
হানা দেয় গ্রামে গঞ্জে সোনালি শস্যের মাঠ
ঘামে ভেজা কারখানা উজাড়।

বাংলাদেশ তুই কার
স্বজনের না বর্গী লুটেরার?

বাংলাদেশ তুই কার
নীতিহীন ভণ্ড ফতোয়াবাজ মোল­া আমলা
সাদা ও খাকি স্বার্থান্বেষী লোভী বেঈমানদের
নাকি সাচ্চা দেশপ্রেমিক বাঙালির?

১.১.৯৫ ঢাকা