তুমি কে হে? আমাকে দিযে
প্রতিদিন নতুন নতুন কবিতা লিখিয়ে নিতে চাও!
আমি লিখি বা না লিখি যশ খ্যাতি
হোক বা না হোক তোমার তাকে কি?

কতদিন নিদ্রাহীন সারারাত ঘুমুতে পারি না
দুঃসহ যন্ত্রণায় এপাশ ওপাশ করি
বুকের ভেতরে অবিরল কষ্টের ঢেউ
জীবিকার দুর্বিসহ পুঁতিগন্ধময় ক্লেদ
প্রতিদিন কাব্যকাননে কি করে ফোটাতে বলো ফুল?

কবিতায় তীব্র চুম্বনের আকাঙ্খা ফুটে ওঠে
তোমার ওষ্ঠের আঙুল কখনো এতটুকু কেঁপে ওঠে?
যৌবনের গ্রাণ উন্মথিত হয়
তোমার শরীর বিদ্যুতায়িত হয় এতটুকু?
শব্দে বর্ণে দুর্বার ভালবাসা আকুলতা ফুটে ওঠে
তাতে কোনদিন তোমার হৃদয় এতটুকু নেচে ওঠে?
আমার এতো যে দুঃখ, দৈন্য, হাহাকার, কষ্ট
অসহায়ত্ব কোন দিন কি তুমি তার এতটুকু সমব্যথী?

জীবনানন্দের মতো যদি ডবল ডেকারের নিচে আমিও
আত্মহুতি দিই তোমার চোখে ক’ফোটা জল ঝরবে?

তুমি কে? আমাকে দিয়ে প্রতিদিন লিখিয়ে নিতে
চাও নতুন নতুন কবিতা?

১১.১২.২০০১
ঢাকা