কুয়াশার কাঁথা ছিঁড়ে জেগে ওঠা মিন্টু পার্ক
ঝলমল শিশিরে টুপটাপ গানে গানে
লেকের জলের রৌদ্রে মুখরিত পাখিদের
পালকের উষ্ণতায় ফুলে ফুলে সূর্যোদয়
ঘুম ভেঙে দ্রুত জেগে ওঠো মিন্টু পার্ক!

বাঘের মতোন ডোরাকাটা রোদ লাফিয়ে পড়েছে
কলকাতা জাগো, জেগে ওঠো হিমাগার থেকে
তোমার ক্লিনিক হাসপাতাল অতিথিশালায় আমার কত
মানুষ ঘুমিয়ে আছে কত কষ্ট বুকে নিয়ে
সুশ্র“ষার তীব্র আকাঙ্খায় কত দিন!

কতটুকু আরোগ্যতা দাও আর নাও কতটুকু
সেসবের সুক্ষè হিসাব কে রাখে মায়াবিনি
যন্ত্রণা কাতর অসহায় মানুষ কেবলি
ছুটে যায় সুস্থতার সবুজ আশ্রয় খুঁজে।
কলকাতা, মায়াবিনি কলকাতা, চোখ মেলো
দেখো কে এসেছে ফিরে, ঘুম ভাঙাতে, বাঙলার কবি।

৩.১.৯৯
কলকাতা