আমি কি পারিনি
ঊনসত্তরের বালক সহাস্যে পুলিশের লাঠি চার্জ সহ্য করেছি
গণ-অভ্যুত্থানে ফেটে পড়েছি তুখোড় তুমুল
একাত্তরের কিশোর হাতে তুলে নিয়েছি ভয়ানক মারণাস্ত্র
সদ্য স্বাধীন বাংলাদেশে প্রতিরোধের বারুদ হয়ে জ্বলে উঠেছি
অন্যায় অবিচার গণ লুটপাট শোষণ লুণ্ঠণ হত্যা আর
লাল নীল জলপাই বাহিনীর নির্মম বর্বরতা নিপীড়ণের বিরুদ্ধে
নিক্ষিপ্ত হয়েছি অন্ধ কারাগারে বছরের পর বছর মাথা ঠুকেছি শেলের প্রকোষ্ঠে।

বারবার সামরিক স্বৈরশাসকের মুখোমুখি হয়েছি নিরস্ত নিরীহ মানুষের পক্ষে
বৃষ্টির মতোন গুলির ভিতর দিয়ে নিহত লাশ নিয়ে এগিয়ে গিয়েছি মিছিলে
পুলিশের ছুঁড়ে দেয়া টিয়ার গ্যাস ফুটবার আগেই রুমালে ঢেকে
ছুঁড়ে দিয়েছি প্রতিপক্ষের প্রতি।
ভোররাতে সশস্ত্র বাহিনীর ব্যারিকেড ভেঙে সফল করেছি হরতাল
বুকে পিঠে মাথায় হাঁটুতে কনুইয়ে আঘাত আহত হয়েছি বার বার
কখনো ছোঁ মেরে তুলে নিয়ে গেছে জলপাই জীপ নিখোঁজ থেকেছি দিনের পর দিন
মুখ থুবড়ে রক্তাক্ত পড়ে থেকেছি গোয়েন্দা হাজতে।
আমি কি পারিনি
মানুষ নিধনকারী সশস্ত্র বাহিনীর প্রতিরোধে
জনগণের সশস্ত্র প্রতিরোধে গড়ে তুলেছি বিপ্লবী গণবাহিনী
গ্রামে গঞ্জে দরিদ্র ভূমিহীন কৃষককে ডাক দিয়েছি গণযুদ্ধে
সংগঠিত করেছি হাজার হাজার মানুষকে
এই পঁচা গলা দুর্গন্ধময় রাষ্ট্রসমাজ ভেঙে গড়তে চেয়েছি
একটি নতুন সমাজ নতুন রাষ্ট্র।

শুধু পারিনি
তোমার হাত ধরে বলতে-
চলো সঙ্গে যাবে আমার…

১২.১২.২০০০
ঢাকা