কালো কিষানের গান

এসো আরো কাছে এসো কিষাণী আমার
এই শক্তহাতে তুমি তুলে দাও কাস্তে
নবান্ন উৎসবে ভরে উঠুক উঠান!
তীরভাঙা নদীতীরে জেগে-ওঠা চরে
গড়ব নতুন জনপদ জীবনের;
মিলনের মোহনায় জাগাব জোয়ার
পাহাড় ও নদীর গানে।
তোমার মেহেদি নম্র হাত মেহনতে
আরো রাঙা হোক সুষম বণ্টনে
শস্যের সুঘ্রাণ মাখা যৌবন তোমার
বিপ্লবের মন্ত্র হোক শোষিতের খুনে

যদি আসে ঝড়, মহাপ্লাবনের দিশা
নূহের নৌকার মতো তুলে নিও বুকে,
যদি বর্গী এসে লুটে নিতে চায় ধান
ইলামিত্র হ’য়ো তুমি, আমি দ্রোহী হাজং
শড়কি বল্লম হাতে দুইজনে তেজে
শত্র“র মস্তক চূর্ণ করব উৎসবে।

যদি নিভে যায় যাক জোনাকির আলো
তোমার রূপেই যেন হয় আলোকিত
তাল তমাল আর হিজলের ছায়াতল।

সুলতান এঁকেছেন যেরকম ছবি
সেরকম বলবান, দৃঢ় পেশি, তেজি
হোক আমাদের অনাগত ভবিষ্যৎ;

এসো বাহুর বন্ধনে আরো কাছে এসো
সোনার যৌবন মুক্ত করো নম্রপলি
কর্ষণে উদ্বুদ্ধ করো নিভূমি চাষাকে।

Leave a Reply