ভালোবেসে যারে আমি
করেছি হৃদয়ে রোপণ
লোকচক্ষুর আড়ালেই
চিরকাল রইল সে গোপন।

সে আমার কেউ নয়
তবু যেন সবি সেই
সে ছাড়া ত্রিভুবনে
আর যেন কেউ নেই।

সে আমার নিদ্রা নয়,
সে শুধু জাগরণ
শিল্পের সৌরভ
ব্যথিত কুসুম কানন।

সে কেবল দূরে থাকে
যত তারে ডাকি কাছে
আসে না, আসে না সে
অবহেলা করি পাছে।