কাজল কালো নয় তো সে কাজল তবু নাম
সবার চেয়ে আলাদা সে দেখেই বুঝলাম
আপন মনে তুলছে ছবি ক্যামেরা-ডিজিটাল
গভীর নিবিড় চোখ যেন সমুদ্র এক বিশাল
একটা ছবি নিতে পারি প্লিজ আপনার?’
নিজের কান কি নিজের সাথে করছে দুরাচার?
ক্লিক্ ক্লিক্ শব্দ সাথে জ্বলছে ফ্লাশগান
স্মিতহাস্যে গৌরি-কাজল আমার দিকেই তাকান
ফ্লুরেন্সে শুষে নিলে কায়ার ছায়াছবি, হৃৎতরঙ্গে
রাখলে ধরে কার বা কায়া কার বা ছায়া সঙ্গে?
কাজল কালো নও তো তুমি সজীব উজল অঙ্গ
কার বা বুকে মাথা রেখে করছ জীবন রঙ্গ?
দীর্ঘশ্বাসে বলে আসি একটি ছবি পেতে কি পারি?
এই যে ঠিকানা, রেখে গেলাম কবির ঘর-বাড়ি
মনে মনে বলি, এমন কী হৃদয় নম্বরটিও
ইচ্ছে হলে কখনো মধুর স্বরে, একটু হ্যালো বলিও
কাজল কালো নও তো তুমি জোছনা ঝরা আলো
আঁধার রাতে কবির ঘরে সৃজন আলো ঢেলো।

২৬ ফেব্র“য়ারি ২০০৯, ঢাকা