চাঁদকে যেমন ছুঁতে পারে না নদীর জল
গভীর গহিনে শুধু প্রতিবিম্ব ধরে রাখে
তেমনি তোমার মুখ হৃদয়ে আমার ভাসে।

বিজিত আহত ভাঙা পাখির পালক আমি
পোড়া জমি মৃত ঘাসে পড়ে আছি আজীবন
অজস্র পিঁপড়ে কুরে খায় রক্তমাখা ডানা।

তোমার বাগানে ফোটে ফুল অলি লোটে মধু
রিল্কে’র কাঁটার মতো বিষে নীল এই বুক
তোমারই প্রেমে বুঁদ হয়ে থাকি দিনরাত।

আমাকে নেবে না কেউ আর কাছে ডেকে বুকে
চাঁদ-জোছনা বৃক্ষ-বনভূমি সমুদ্র সফেন
ভীষণ দারুণ কষ্ট শুধু ডাকে বারবার