কবিরা কাঙাল হয় জানি যশ খ্যাতি ও প্রেমের
না থাকুক অর্থ ও সম্পদ বাড়ি আর গাড়ি
সামাজিক পারিবারিক রাষ্ট্রিক সব প্রতিকূলতার
বিরুদ্ধে প্রকৃত কবি একাকী দাঁড়িয়ে থাকে।

কোনো রক্তচক্ষু, প্রলোভন, এমনকি স্বৈরতরবারিও
স্তব্ধ করতে পারে না কবির সত্য উচ্চারণ।

কোন্ আফিমের ঘোরে আজ রুদ্ধ কবির বিবেক
আধিপত্যের জোয়াল কাঁধে কী অদ্ভুত
হাম্বারব শুনি কবির সোচ্চার কণ্ঠে আজ!

কোনো রক্তের রঙ আর মনে হয় না লাল
কোনো মৃত্যুই আর মনে হয় না মৃত্যু
কোনো কানুনই আর মনে হয় না কালো
কবিকণ্ঠে আজ আর ধ্বনিত হয় না প্রতিবাদ
অন্ধ মূক বধির কবির চোখে আজ সব শুভ্র-সাদা
আহারে! জাতির বিবেক কবি!
গণভবনে এখন আমন্ত্রিত অতিথি কবি
টেলিভিশনের রঙিন পর্দার নায়ক এখন কবি
রাষ্ট্র, সংঘ, ক্ষমতাধরের স্তাবক এখন কবি!

কবিরও আজ চাই মখমল দিন
মাখনীয় সুখ ভোগ অপার অগাধ!
কবিও কি আত্মসমর্পণ করে
পদলেহী হয় স্বার্থ-সুবিধার?
কবিরও সার্বভৌমত্ব সীমান্ত-ঘেরা?