কবি জয়দেব বসুর জনগণতান্ত্রিক কবিতার ইশতেহার
পড়তে পড়তে মনে পড়ল
ওর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ
লন্ডনের বৃটিশ মিউজিয়ামে যেখানে মার্কস মশাই
নির্বাসিত জীবনের অনেক সময় অতিবাহিত
করেছিলেন একাগ্রচিত্তে সারা পৃথিবীর অর্থশাস্ত্র
আর জ্ঞান বিজ্ঞান মন্থনে।

কবি জয়দেব বসুর জনগণতান্ত্রিক কবিতার ইশতেহার
পড়তে পড়তে মনে পড়ল
নিজ্নি অঞ্চলে সেই খনি শ্রমিকের কথা
মোটা কালো রুটি সংগ্রহে যার উদায়াস্ত কেটে যেতো
উড়াল অঞ্চলের সেই কৃষকÑ যার ঘরে একদিনও
জ্বালানি থাকতো না প্রচÐ তুষার ঝড়ের রাতে
ইউক্রেনের সেই প্রকৌশলীÑ ছয়শো রুবল জোগাড়
করতে যার শরীর আর মগজের সব নাটবল্টু
ঢিলা হয়ে যেতো প্রতিদিনই
মহামতি লেনিনের পাশে তবু তারা কেন বিপ্লবের
শেষ দিন পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করেছিল
আমরা দুজন একসঙ্গে সে কথা তাদের কাছে
শুনতে গিয়েছিলাম।

কবি জয়দেব বসুর জনগণতান্ত্রিক কবিতার ইশতেহার
পড়তে পড়তে মনে পড়ল
বন্দুকের নল থেকে বেরিয়ে আসা ক্ষমতা মন্ত্রে
নকশাল বাড়িতে আমরা একত্রে গেরিলা ট্রেনিং
নিয়েছিলাম কমরেড চারু মজুমদারের গোপন আস্তানায়
আত্রাইয়ে কমরেড মতিনের মুক্ত এলাকায়
সরকারি কম্বিং অপারেশনে অল্পের জন্য
আমরা দুজন গ্রেফতার হইনি বৃষ্টির মতন গুলির
মধ্যে কীভাবে যে জীবন বাঁচিয়ে পালাতে পেরেছিলাম!

কবি জয়দেব বসুর জনগণতান্ত্রিক কবিতার ইশতেহার
পড়তে পড়তে মনে পড়ল
প্রতিটি তরুণ বিপ্লবী খুন হওয়ার দিন কেমন শিশুর মতো
আমরা কাঁদতাম, কাপুরুষের মতো সিরাজ শিকদারকে
পেছন থেকে গুলি করে মারার প্রতিবাদে কী রকম ঘৃণায়
আমরা জ্বলে উঠেছিলাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
কর্নেল তাহেরকে ফাঁসি কাষ্ঠে ঝোলানোর দিন
কীভাবে গুলি ফোটাতে ফোটাতে দেশ কাঁপিয়ে দিয়েছিলাম।

কবি জয়দেব বসুর জনগণতান্ত্রিক কবিতার ইশতেহার
পড়তে পড়তে মনে পড়ল
বলিভিয়ার জঙ্গলে শতাব্দীর শ্রেষ্ঠ বীর চে গুয়েভারার
ডায়েরিতে লেখা কবিতাগুলো আমাদের দুজনকেই কী রকম
সাহসী করে তুলেছে, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির বিপ্লবে
পৃথিবীর যে কোনো দেশে অস্ত্র হাতে লড়াই করতে
পাবলো নেরুদার লতাগুল্মের মতন সবুজ কবিতাগুলো
কীভাবে স্বদেশের জন্য আমাদের ভালবাসা তৈরি করেছে
লোরকা নাজিম হিকমত মায়াকোভস্কি কীভাবে আমাদের
শিখিয়েছে গরিবের জন্য কবিতা লিখতে।

কবি জয়দেব বসুর জনগণতান্ত্রিক কবিতার ইশতেহার
পড়তে পড়তে মনে পড়ল
নেতাজী সুভাস বসুর সাক্ষাৎ শিষ্য আমার বাবা
সদ্য তরুণ বয়সে বাড়ি ছেড়ে
যোগ দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজে
জ্যোতি বসু কী নির্মোহ হলেন পার্টির সিদ্ধান্তে
ভারতবর্ষের সিংহাসনকে দেখালেন বৃদ্ধাংগুলি
এখনও আমাদের অনুসরণীয় নেতা ফিদেল ক্যাস্ত্রো জীবিত আছেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোসহীন সাহসী যোদ্ধা।
পৃথিবী কীভাবে আবার ঘুরে দাঁড়াচ্ছে লাল মিছিলে
কীভাবে একের পর এক জেগে উঠছে
পুঁজিবাদী বিশ্বায়নের বিরুদ্ধে একেকটি দেশ,
আগামী পৃথিবী বদলে দেয়ার যুবসৈনিকেরা।

কবি জয়দেব বসুর জনগণতান্ত্রিক কবিতার ইশতেহার
পড়তে পড়তে মনে পড়ল
যোসেফ স্তালিনের অনুসারী কি করে প্রতিক্রিয়াশীলদের বন্ধু হয়
বাংলাদেশে জয়দেবের বন্ধু কেউ কি মার্কসবাদী?
বিশ্বাস করে সমাজতন্ত্র সশস্ত্র বিপ্লব?

০৬.০২.২০১২ সেগুনবাগিচা