কবি? তুমি কবি! শব্দযাদুকর! কথাগাথা!
নীলিমায় বুনো ঘাস! গোলাপ বাগান!
মেঘমাখা চুল! উদাসীন হাওয়া! স্বপ্নবীজ!

কবি? তুমি কবি! দ্রষ্টা! স্রষ্টা!
স্বপ্নাকাক্সক্ষা, দুঃখসুখ, আবেগ ও নিরাবেগ
সত্য ও সুন্দর রূপকার! শিল্পসৌম্য বিনির্মাতা!

কবি? তুমি কবি! কালপুরুষ! মহাকাল! অনাদি! অনন্ত
অমর-অজর-বাসনা! স্বপ্ন ফেরিওয়ালা!
কী দারুণ স্মার্ট!
খেলে যাও! কী নিপুণ আঙুলে নাচাও শব্দভাণ্ড।
গদ্য পদ্য নাট্য সঙ্গীতও। অনায়াসে ধরা দেয় সবকিছু।
কী অদ্ভুত অভূত যাদুশিল্পী তুমি! ক্লিক! ক্লিক!
ফ্লাশ! লাইট। কেঁপে কেঁপে ওঠে ফ্লুরেন্স।
তুমি মধ্যমণি। মিডিয়া।

কোথায় নেই তুমি?
কবি ছাড়া কে আর ওড়াবে শ্বেত কবুতর!
শব্দে। বর্ণে। গন্ধে। ছন্দে। স্পর্শে
তুমি অপূর্ব! তুমিই। তুমিই দুর্দান্ত! শেরশ্রেষ্ঠ
কাগজে। কলমে। ডটপয়েন্ট। ঝরনায়। স্ক্রিনে। কী-বোর্ডে।
তুমি সর্বময়। শতভূজা। তুমিই বিবেক। জাতিস্মর!

জান শুধু তুমিই, কতটা ক্ষুদকুঁড়ো-খোঁটা চতুর ইঁদুর
কতটুকু মিথ্যেবাদী, কতটা কাপুরুষ! কত অন্ধকার!

১১ ফেব্র“য়ারি ২০১০, ইস্কাটন গার্ডেন