আজ আমার পার্টির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ মিটিং
আজ আমাকে নতুন বইয়ের পাণ্ডুলিপি নিয়ে বসতেই হবে
আজ আমার অফিসে এক্সিকিউটিভদের সাপ্তাহিক সভা।

দলের সভায় নয়া কর্মসূচি প্রণয়নে অংশ নিতে হবে
কিছুতেই মিস করা চলবে না জরুরি তলব
একুশের বইমেলা শুরু হয়ে গেছে আরো সাতদিন আগে
বিশের আগেই বই আসা চাই, প্রকাশক ও ভক্তের দাবি
প্রয়োজনীয় সিদ্ধান্ত না দিলে মেশিন বন্ধ হয়ে যাবে
আমি কোন্ দিকে যাব? কোন সত্তাকে প্রাধান্য দেব?

চিন্তা বুদ্ধি ও মনের সঙ্গে মীমাংসায় বসি; আমি লিখি
তীব্র না-পাওয়ার বেদনা আর ভালোবাসার আকুলতায়
সংগ্রামে শামিল হই অধিকার প্রতিষ্ঠার প্রচণ্ড দাবিতে
অসম্ভব ব্যস্ত থাকি জীবিকার তাড়নায়
একসূত্রে গাঁথা যেন সব, একটা থেকে
আরেকটা আমি কী করে পৃথক করবো?
বরং অন্যদের চেয়ে অতিরিক্ত অমানুষিক
মেধা শ্রম আর ধৈর্যে দ্বা›িদ্বক নিয়মে সবটাই
আমাকে করতে হবে এই আমার নিয়তি;

সকলেই কবি ও যোদ্ধা নয়।