তারে আমি কী দেব কতটা পরান
রাতের আঁধার চিরে জেগে থাকে কবিতার পাশে
সৃষ্টির বেদনা দেখে নিজ চোখে
নবজাতকের রক্তমাখা একটি আদল।

শূন্য এ জীবনে চিরকাল বাজে সে দুখের শানাই
তারই কিছু কষ্টের দায়ভাগ দিতে যদি পারি
এসো সখি, তোমার নিপুণ আঙুলে বাজাও
আমার হৃদয় পঞ্চতন্ত্র সুরে সুরে ঝ’রে পড়–ক
সেইসব বেদনার জমাট বরফ।

তারে আমি কী দেবো কতটা যৌবন
কবিতা-কাঙাল নারী উষ্ণঠোঁটের পিপাসা
জেগে আছে সমস্ত শরীরে
কবিতার নামে আজ কী দেব শব্দমুখী পুরুষ।

ইচ্ছে করে নাম ধরে ডাক দিই
জাগিয়ে তুলি হাজার যুগের ঘুম ঘুমিয়েছে
যে ক্ষুধিত পাষাণ শতাব্দীর বন্ধ-দরজা
করাঘাত করে তার নিদ্রা ভাঙাই।

তারে আমি কী দেব কী আছে আমার
কবিতার বেয়াড়া পঙক্তিমালা ক্ষুধিত যৌবন
আর অবিরত রক্তঝরা বিক্ষত হৃদয় ছাড়া।

১.১.৯৩ লন্ডন