কবিতা এখন স্বয়ংক্রিয়
জুতসই ভয়ংকর মারণাস্ত্র
বিস্ফোরোন্মুখ বারুদে ঠাসা ম্যাগজিন
দ্রুম… দ্রুম… ট্যাট্যা… ট্যাট্যা… ট্যা।

কবিতা এখন লড়াই লড়ছে
নিবীর্য কাপুরুষ কবি
হিজড়া দালাল নেতা
আর
অবৈধ ক্ষমতার প্রতি
কবিতার করাল ট্রিগার প্রস্তুত।

কবিতা এখন আর শুধু
কুসুমিত জোছনা
নিতম্বিনী রমণী নয়।

কবিতা এখন নক্ষত্রযুদ্ধ
পারমাণবিক প্রযুক্তি ও শক্তির
মোকাবিলা করার দুরন্ত স্পর্ধা।
কবিতা এখন পৃথিবীর তাবৎ
সামরিক ঘাঁটি উড়িয়ে দেবার
গণবিস্ফোরণ।

কবিতা জাগিয়ে তোলে কৃষককে
কবিতা তৈরি করে শ্রমিক শ্রেণীকে
কবিতা দুনিয়ার মজদুর এক করে।

কবিতা এখন কালিদাসের মেঘদূত নয়
কবিতা এখন রবীন্দ্রনাথের নিরুদ্দেশ যাত্রা নয়।

কবিতা এখন বোদলেয়ারের ক্লেদজ কুসুম নয়,
কবিতা এখন শ্রম ও পু’জির রক্তাক্ত চিত্রকল্প
উৎপাদন ও বন্টনের মাত্রাজ্ঞান
প্রতিরোধযুদ্ধের স্তবক বিন্যাস
দ্বা›িদ্বক উপমা, উৎপ্রেক্ষা, রূপক, প্রতীক, অনুপ্রাসে শিল্পিত।

কবিতা এখন ক্ষুধা, দুর্ভিক্ষ, দারিদ্র্য,
অপুষ্টি, অনাহার, মৃত্যু, হত্যা, ধর্ষণ, দুঃশাসন
নির্যাতনের প্রতিপক্ষে নিপীড়িত জনতার পাশে কাতারবদ্ধ সশস্ত্র সৈনিক
কবিতা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের পরাক্রান্ত প্রতিদ্ধ›দ্বী
পারমাণবিক পঙক্তিমালা।

কবিতা এখন মুক্তিযুদ্ধ
দ্রুম… দ্রুম
ট্যাটা… ট্যাটা… ট্যা…