আজ পয়লা ফেব্রæয়ারি, আজ কবিতা উৎসব
আজ কি মাঘের কুয়াশা ছিঁড়ে সকালের সব রোদ
আছড়ে পড়েছে বিশ্ববিদ্যালয় আঙিনায়
টিএসসির সড়ক মোহনা উপচে পড়ছে
অজস্র মানুষ?

আজ পয়লা ফেব্রæয়ারি, আজ কবিতা উৎসব
আজ কি বাংলা বর্ণমালার রূপসী পরীরা
পায়ে খাড়– বাহুতে বাজু কোমরে বিছা
ঘুরে ঘুরে নাচছে রোকেয়া হলের সামনে?

আজ পয়লা ফেব্রæয়ারি, আজ কবিতা উৎসব
আজ কি মেঘের বজ্রপাতে উঠছে কেঁপে
স্বোপার্জিত স্বাধীনতা রাজু ভাস্কর্য মিলন মিনার
কবিতার স্বৈরাচার রুখে দাওÑ উঠছে সেøাগান?

আজ পয়লা ফেব্রæয়ারি, আজ কবিতা উৎসব
নজরুল কামরুল কবি ও শিল্পীর শব্দ-তুলি
একাকার, শহীদ মিনার প্রতিবাদে তোলে ঝড়
ভÐ প্রতারক কাপুরুষ দলবাজ কবিদের
ইতিহাস বিকৃতির বিরুদ্ধে?

আজ পয়লা ফেব্রæয়ারি, আজ কবিতা উৎসব
কতো রক্তঘামে শ্রমে কতো বিনিদ্র রজনী কেটে গেছে
দুঃখ শোকে বেদনা-বিরহে জেল জুলুম নির্যাতন
হাতের মুঠোয় পুরে এ জীবন জন্ম দেয়া এ উৎসব।

অথচ সুযোগ সন্ধানী ভুঁইফোড় দখলবাজ
খিস্তিখেউরে অকবিরা ক্ষমতার মাস্তানিতে আজ
আমাদের স্বপ্নের গোলাপ বাগান দেয় বেদখল
মীর জাফর, উমি চাঁদ, জগৎ শেঠ, রায় দুর্লভরা।

আজ পয়লা ফেব্রæয়ারি, আজ কবিতা উৎসব
আজ নতুন দিনের নতুন অঙ্গীকার
আজ ‘শৃংখল মুক্তির’ কবিতা
আজ ‘স্বৈরাচারের বিরুদ্ধে’ যুদ্ধ ঘোষণার দিন
আজ কবি নামধারী অস্ত্রবাজ কবিতা দখলকারী
পদলেহী মোসাহেবদের উৎখাতের আহŸানের দিন।

আজ পয়লা ফেব্রæয়ারি, আজ কবিতা উৎসব
আজ প্রকৃত কবিদের ঐক্যবদ্ধ হওয়ার দিন।

০১.০২.২০১২ ইস্কাটন গার্ডেন