দু-চোখে আমার তৃষ্ণা অথচ সমুদ্র বহুদূর
তৃষ্ণার খুব ভেতরে রয়েছে একটি লাল গোলাপ
বহুদিন থেকে তাকে আমি শুধু চুম্বন দেব বলে
বিশুষ্ক করে রেখেছি ঠোঁটের নিজস্ব আগ্রহ

সাহারা মরুর মতো দুই চোখ, সে চোখের ভিনদেশে
খেলা করে শুধু ধু-ধু মরীচিকা, মায়া আর বিভ্রম
আর আমি সেই ভুলের মাটিতে রেখে আসি স্বপ্নকে
বিনীত কাতর মানুষের মতো ছুটে যাই বারবার

একদিন এই পোড়াজমি আর শ্মশান পেরুতে হবে
দূর মরীচিকা পাড়ি দিতে হবে জাহাজের মতো একা

১.১০.৭৮
ঢাকা কলেজ, ঢাকা