ও হরিণী নীল হরিণী কোন আহেরি জহর মেখে
সোনার অঙ্গে শর ফোটাল বিষে জর্জর কাতর তুই
অহর্নিশি কুঁকড়ে যাবি কি যে কষ্ট ঘাতক সুঁই
রক্ত যখন জঙ্গীমাতম অগ্নিদাহ অ্যাসিড লেখে

কে ঢেলে দেয় চন্দ্রফুলে পটাশিয়াম সালফিউরিক
দুলে ওঠে সাতসমুদ্র পদছন্দে ঢেউয়ের কাব্য
সবুজ ঘাসে বৃষ্টিনাচা শরীর ভরা নোনানাব্য
অস্থিমজ্জা কশেরুকা অসহ্য ও অশারীরিক

নির্ঝরিণী নীলত্যকা মধুময়ী ও বিষরানী
কেন হলি বিদুষিণী বীণাপাণি হা অভাগী
মধ্যরাতে ডুকরে ওঠে অন্ধকারে কোন বিবাগী
অব্যক্ত কোন ভ্রান্তধ্বনি বয়ে বেড়ায় কী সিম্ফনি

ও হরিণী নীলাঙ্গিনী বিষ থরথর ও সালমাসিস
ওঝাশিল্পী হয়ে যদি নিপুণ ঠোঁটে সকল সে বিষ
নিতে পারতাম একাই শুষে, পারতাম যদি দিতে হদিস
কোথায় আছে বিষনিঙাড়ি ওঝার ওঝা সে হার্মাসিস।

১২.০৪.২০১১ সেগুনবাগিচা