রঙ তামাশা মশকরা নয়
ফিরিয়ে নেব সোনার তাজ
হৃদয় রঙে সাজিয়েছিলাম
তোমার সিংহাসন।

জলোচ্ছ¡াসে ভাসিয়ে চর
নদীতে ফের আসবে বান
চোত-বোশেখের তাতানো মাটি
ভিজিয়ে দিয়ে ধানের গুচ্ছ
লতিয়ে উঠবে নাবাল ভুঁইয়ে।

সে আশ্বাসে আস্থা রেখে
সঁপেছিলাম উজাড় হৃদয়
পূর্ণ করে ভালোবাসায়।

এখন আমার দিন কাটে না
রাত সরে না
ভাতের হাঁড়ি শিকায় রাখি
বিরান জমি বিছনহীন
মাজরা পোকায় ধান খেয়েছে

উলুর দখল খামার জুড়ে
আমার পিঠের চামড়া খুলে
তোমরা বাজাও ডুগডুগি ডুগ….

ভাটির দেশের মাঝি আমি ভেবেছিলাম
ফিরব ঘরে অপর বেলায়
নাকছাবি আর হাঁসুলি আর ঝুমকো ফুলে।

আমার সেসব স্বপ্ন কেড়ে
গোলাপজান আর আলাপীদের
সিংহাসনের চুলাচুলি!

শত বুকের রক্তঢালা লাল গালিচায়
হেঁটে গিয়ে পেখম মেলে ফুল বাগিচায়
গোলাপ-পাপড়ি কেড়ে নিয়ে
দিচ্ছ আমায় কাঁটার ঘা?

গড়েছিলাম লোহার বাসর চাঁদ সদাগর
কালনাগিনীর ক্রুদ্ধ ফণায় ভেঙে গেল সাধের বাসর।

দিশেহারা দেশ জনতা
কোন্ ঠিকানায় খুঁজবে কাকে?

রক্তপদ্মে আর দেব না মনসাপূজা
ফিরিয়ে নেব এ সিংহাসন
এ সিংহাসন ফিরিয়ে নেবই

২৪.১.৯৫ ঢাকা