এ বিচার হতেই হবে
সোনাবানুর বাসর রাতের নাকছাবি হারানো এ বিচার
সদ্যফোটা গোলাপ পাপড়ি ঝরে যাওয়া এ বিচার

শিশুর কোমল ঠোঁট থেকে
মায়ের স্তন কেড়ে নেয়া এ বিচার
হতবাক পিতার চোখের ভেতর
ক্রুশবিদ্ধ কন্যার ধর্ষণের এ বিচার

মায়ের আকাশ ফাটানো চিৎকার ভেদ করে
সন্তানের বুক ঝাঁজরা করে দেয়া এ বিচার
ছাপ্পান্ন হাজার বর্গমাইল প্রতিহিংসার আগুনে
ঝলসে দেয়ার এ বিচার

তেরশত নদীতে রক্ত আর লাশের নহর বইয়ে দেয়ার এ বিচার
ধর্মের নামে স্রষ্টার নামে নিরস্ত্র নিরীহ নিরপরাধ মানুষের বুকে
বীভৎস বারুদ উৎসবের এ বিচার

শিশুহত্যা নারীহত্যা গণধর্ষণ
পৃথিবীর জঘন্যতম বর্বরতার এ বিচার
এ বিচার হতেই হবে

ত্রিশ লক্ষ শহীদ আর দু’লক্ষ নারীর চল্লিশ বছরের
গুমরে ফেরা আত্মার প্রতিধ্বনি এ বিচার
ষোল কোটি মানুষের প্রতিমুহূর্তের ক্রোধ আর ঘৃণা
ভালবাসা আর আর্তির এ বিচার

বাংলার প্রতিটি পাখি কীট পতঙ্গ আর প্রাণীর ভয়ংকর আর্তনাদের এ বিচার
টেকনাফ থেকে তেতুলিয়ার প্রতিটি ঘাস ফুল বৃক্ষ লতাপাতা
নদীনালা খালবিল পাগারপুকুর হাওর-বাঁওড় সমুদ্র পাহাড়টিলা
বন জঙ্গল ফসলের খেত মাঠ প্রান্তর দিগন্তের বোবা কান্নার এ বিচার

এ বিচার হতেই হবে
কোনো তালবাহানা ষড়যন্ত্র ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ হাসিলের
ফন্দি-ফিকির এ বিচার রুখতে পারবে না
যুদ্ধাপরাধীর ফাঁসির রজ্জু কারো গলার স্বর্ণালংকার করে
ঝুলিয়ে রাখা যাবে না

মানবেতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ভয়াবহ
এ মানবতাবিরোধী অপরাধের বিচার না হলে
সমস্ত বিচারালয় পরিণত হবে পৃথিবীর নিকৃষ্টতম অপরাধ কেন্দ্রে
রাষ্ট্র হবে যুদ্ধাপরাধী

এই অভিশপ্ত রাষ্ট্রের কোনো রাষ্ট্রনায়কেরই হবে না স্বাভাবিক মৃত্যু
মানব সভ্যতার সবচেয়ে ঘৃণিত জাতি হিসেবে
চিহ্নিত হবে একাত্তুরে জন্ম নেয়া জাতিগোষ্ঠী

এ বিচার হতেই হবে…

২৬.০১.২০১২ ইস্কাটন গার্ডেন