আমি হাছাই তর প্রেমে পড়ছি বাইদানি
সমাজ সংসার রাষ্ট্র খড়গ হাতে খাড়ায়া আছে
এক কোপে নামায়া দিবো ধড় টুকরা টুকরা কইরা
ভাসায়া দিবো খরস্রোতা নদীর জলে

তবু আমি প্রতিদিন শাহবাগ মোড়ে
মিন্তি রিকশাওয়ালা ছাত্র টোকাই ভবঘুরে অগো লগে
তর বিষখেলা দেহি কালনাগিনীর হিস্ হিস্ জিহŸা
ভয়ংকর সোন্দর ছোবল তর যাদুকরি নাচন

উদ্ধত ফণার মতো তর ভয়াবহ যৌবন
নাচায় বেবাকতের শরীর মন নাচে ফুটপাত ফুলের দোকান
আমি তর ভঙ্গি দেহি কী নিপুণ কলাকৌশল
আমি তর সাহস দেহি প্রকাশ্য যৌবন প্রদর্শনী

অথচ আমাগো পর্দানশীনেরা বোরখার নিচে কতো আকাম করে
প্রগতিবাদীরা তিনবেলা বাথরুম ভাসায়া দেয় তুষারঝড়ে
আমি কিছুতেই মুখ ফুইটা কইবার পারি না তরে আমি ভালবাসি।

রাজকুমারী মেথরানী চাকরানী ঘুটেকুড়ানী ভিখারিনী দেহপসারিণী
কতজনেরেই না লাগছে ভাল এ জীবনে মুখ খুইলা একবারও কি
কইবার পারছিÑ চাই তোমারে আমি চাই আচুল-নখাগ্র তোমারেই।

হায় ভÐ এ জীবন!

১৫.০৬.২০১১ সেগুনবাগিচা