এক ঠোঁট চুমুর আশায় ছুটে যাও ধলেশ্বরী
ক্ষীণাঙ্গী বুড়িগঙ্গা মাঘের কাঁথায়
নয়াবাজার উত্তরা পেপার হাউস, বাবুল নেই
থোকা থোকা স্মৃতিগুলো কুয়াশা ভেজা

মেঘলা উইন্ডস্ক্রিনে ভেসে যায় কেরানিগঞ্জ
মাওয়া কুচিয়ামারা নিমতলা হাসারা ষোলঘর
ছনবাড়ি বুলডোজারের নিচে সবুজ প্রান্তর
ভূমিদস্যুদের নগরায়ন হিহি দাঁত ভেংচায়

শ্রীনগর কতদূরÑ রাঢ়িখাল হায়! হুমায়ুন আজাদ
আজম্ম প্রেমিক, কী সুধা ঢেলে দিয়েছিলে লাল শিমুলে
শুধু জানে বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
জেসি বোসের ভাস্কর্য জানে, জানে স্মৃতিজাদুঘর
ছাত্র তার ঢেলে দেয় কী গভীর আবেগ মধুপাত্রে
সবটুকু জামরস শুষে নেয় আলজিভ চুষে
হাঙরের মতো তীব্র তীক্ষè করাল দাঁত ছিঁড়ে
নিতে চায় শীতের দুধকলি ভেজা ঠোঁট
আর আলিঙ্গনোষ্ণ বুক জ্বলে ওঠে
নীল বেদনার কালো আঁধার চিরে

কংক্রিটের কেতাবের নিচে ঘুমিয়ে পড়েছ
হে সাহসী প্রেমিক, মেধাবী আগুন
তোমার মতন আর কেউ নাই এই ভÐাশ্রমে
স্মৃতিময় সবুজ বৃক্ষরা স্বাগত জানায় তোমার উত্তাপে
ঝলসে যাওয়া বারুদকে

খেজুরের রসে ভরা মিঠেল সকাল নিরুত্তাপ
রোদের বøাউজ খুলে দেয় আজন্ম হাহাকার নিষ্ফল দুপুর
কঁকিয়ে ওঠে স্বপ্নবৃন্ত থেকে খসে পড়ে লাল নীল পাতা
কেউ নাই কোথাও তবু তাড়িত পুরানা আতংক
মগজের ঠিক মধ্যখানে চাপাতির কোপের
ক্ষত নিয়ে কে যায় ফিরে সবুজের চিহ্নহীন
রোঁয়া ওঠা খাঁখাঁ নিঃস্ব ফসলের খেত নাড়ার আগুন পোড়া
রিক্ত মাঠ দেখতে দেখতে গোধূলির ধোঁয়াশা প্রান্তর
ঝাপসা চোখের কেতুর মুছতে মুছতে।

২৫.০১.২০১২ ইস্কাটন গার্ডেন