আমি আর একা, একা থাকি বহুদিন
যে যার গন্তব্যে চলে গেছে খেলা শেষে
শুধু আমি আর একা একাকী রয়েছি।

ড্রইং রিডিং লিভিং কিংবা বাথরুমে
খাবার টেবিলে একা গাড়ির আসনে
অফিসে বাজারে পার্কে স্বদেশে বিদেশে
পথে ঘাটে হাটে মাঠে সমুদ্রে পাহাড়ে
মানুষের ভিড়ে তবু একা হয়ে যাই।

নির্জন নিঃসঙ্গ রাত টুঁটি চেপে ধরে
জীবন্মৃত পড়ে থাকি শ্বাসরুদ্ধ একা
দুঃসহ নিয়তি মেনে নিই একাকীত্বের!

এতটা ঔদ্ধত্য নিয়ে পাহাড়ও একা
অগণন ঢেউ নিয়ে নদীও তো একা
এত বৃক্ষ পত্র নিয়ে বনভূমি একা
এত গ্রহ ও নক্ষত্র নিয়ে আকাশও একা
সমাজ-সংসারে জনারণ্যে মানুষও
কি আসলে নয় একা?

২০০৯, ঢাকা