ও বিষ কালারে জনম কালা তোর হিয়া
এত যে পুষিলাম দুধকলা দিয়া
তবু না মানিলি পোষ
তবু না ছাড়িলি ফোঁস
অন্তর জর্জর করিলি কালিয়া
মরণ-বিষের ছোবল হানিয়া।

বিষনাগ তুই দংশানো তোর স্বভাব
একথা জানিয়াও কেন করিলাম ভাব
কেন বিষদাঁত না ভাঙিয়া বুকে টেনে নিলাম
কেন এতখানি পরান উষ্ণতা দিলাম?

সময় বুঝিয়া ঠিক ঠিক তুলেছিস বিষফণা
হানিতে ছোবল হয়নি তোর সামান্য করুণা
বিষে বিষে আজ নীলকণ্ঠ হয়ে যাই
নীল দরিয়ায় বেদনার পানসি ভাসাই।

২৪.২.৯৩ ঢাকা