একফোঁটা বৃষ্টি এত ঘাম এত নিংড়ে নেয় প্রাণ
সব আয়োজন সকল প্রার্থনা বৃষ্টিভেজা খোড়ল?
তালুতে কদমমেঘ ঘাই খায় উড়ন্ত কয়ড়া টান
খাঁখাঁ হাবিয়া পুড়ছে বেছন খেত এ কোন গরল

ঊর্ধ্বমুখি কাকলাস জিহŸা শুষে নেয় সমস্ত আকাশ
দরদর প্রতি রোমকূপ ধিকিধিকি কয়লার খনি
নদী খাল টিলা পাহাড়ি জঙ্গল বনফুল কাশ
ফাটল উপচে উঠুক গভীর তলদেশ নির্ঝরিণী

সাত আসমান বোররাক খুঁড়ে সমুদ্র অতল
তুলে আনে গুপ্তধন প্রাসাদ সাম্রাজ্য আহরণ
জীবনের সব ধারাপাত সুমসৃণ মখমল
ব্যর্থ করে দেয় হায় অনাবৃষ্টি অনল বর্ষণ

এত স্বল্পস্থায়ী ঝড় ক্ষণ বরিষণ ভেঙে পড়ে
ডুবে যায় কম্পাস সুদৃঢ় মাস্তল ঈপ্সিত দিক
তবুও আদম কালিদাস কেন কাঁপে কালাজ¦রে
শিলসাদা বৃষ্টি চাই সব মানুষের সর্বাধিক।

০৪.০৭.২০১১ সেগুনবাগিচা