এই শহরে শুনি না হায় টাপুরটুপুর গান
এই শহরে বর্ষাকালেও নদে আসে না বান
এই শহরে কলসি কাঁখে যায় না কেউ ঘাটে
এই শহরে পাল তুলে কেউ যায় না দূরের হাটে

এই শহরে ধানের ক্ষেতে খেলে নাতো ঢেউ
এই শহরে বনভূমি খুঁজে পাবে কেউ
এই শহরে আম কুড়ায় না কালবোশেখী ঝড়ে
এই শহরে ডাকে না ঘুঘু অলস দুপুর ভ’রে

এই শহরে ঝিঁঝির বাঁশি বাজে না নিঝুম রাতে
এই শহর যায় ভেসে যায় শুধুই রক্তপাতে
এই শহরে কুচকাওয়াজ সকাল সন্ধ্যা ভোরে
এই শহরে সেনা-ছাউনি পথের মোড়ে মোড়ে।