১.
কেউ এসে দেখে যাক কতোটা একা এ জীবন
নিঃশব্দ মেঘের ডানা ভেসে যায় অশ্রæবাষ্প
পৃথিবীর আর কোনো সমুদ্র কি এত কান্না ধরে?
পাথরও গলে যায় এরকম নিঃসঙ্গতায়।

০৬.০৮.২০১০ ঢাকা

২.
মেঘের ভেতরে মেঘ
জলের ভেতরে জল
তবু এত তৃষ্ণা!
চৌচির মরুভূমি!
চাতকিনী রাত জেগে থাকে
বঙ্গোপসাগরে…

০৩.০৯.২০১০ ঢাকা

৩.
দ্বারে দ্বারে ব্যর্থ হয়ে
খঞ্জ ভিখারির মতোÑ তবু
ফের একমুঠো প্রেম ভিক্ষা চাও?

হায় অভাগা! পাষাণ-দরজা বন্ধ হয়ে যায়
ঝলসানো এ শরীর মন
এ আদিম প্রেমিক যাবে কোথায়?

১৯.১২.২০১০ ঢাকা
৪.
মনে পড়ে খুব বেশি মনে পড়ে মন জ্বলে
মন পোড়ে, পুড়ে যায় ভয়ানক স্মৃতির আগুনে
আমিতো দাহ্য হই মোমের মতন গ’লে গ’েল
তুমিতো ফুল হয়ে ফুটে আছো অলীক ফাগুনে!

১২.০৩.২০১১ ঢাকা

৫.
যদি না হতাম স্তন্যপায়ী কিংবা স্তন্যকামী
ফেরেশতারও ফেরেশতা হতাম হয়তো
ক্ষুধা জরা মৃত্যুহীন ফিরে ফিরে যেতাম না
গন্ধমতলায় কামাগুনহীন শরীর নয়তো।

০৮.০৪.২০১১ ঢাকা

৬.
যে জীবন যুদ্ধের যে জীবন ক্রুদ্ধের
সে জীবন আমি চাই
ভালোবেসে কেউ আসে কাছে
কেউ দূরে চলে যায়

যে জীবন নিঃস্বের যে জীবন বিশ্বের
সে জীবন শুধু পাই
আশংকা অনিশ্চয়তায় ঢাকা
সে জীবন কে আর বেছে নিতে চায়?

২৬.১০.২০১১ ঢাকা