অন্ধকার মশারির নিচে ইনহেলার হাতড়ে ফিরি
যদি পাই বেঁচে যাই, কামারের হাপরের মতো
ওঠানামা বুক, ক্ষয় মেশিনের ঘরঘর
কাকলাস-শ্বাস কতোদিন বৃষ্টিহীন দাবদাহ
ঝামামাটি পুড়ে ছাই অনল খরায়

মেঘের নিবিড় করস্পর্শ জাগায় না ঢেউ
দূরগাঁয়ে ঢেউটিন নাচে না নূপুর পায়
বর্ষণমুখর রাতগুলো অচেনা সুখের জোয়ার ভাটায়
বিষের পেয়ালা হাতে নরকিনী প্রতিরাত
শিয়রে দাঁড়িয়ে ভীষণ নাৎসিরা ক্লোরোফর্ম
ছড়িয়ে দিয়েছে বায়ুস্তরে, নভোমÐল পড়ছে খসে

অবরুদ্ধ মশারির নিচে রেশমের রশি হাতে
যমদূত মেখে দেয় কোমল মৃত্যুর ফাঁসি
সুচিকন ঘামে রুদ্ধ কষ্টটান
অন্ধকারে ইনহেলারের মতো তোমাকেই
তোমাকেই খুঁজে ফিরি।

১২.০৩.২০১১ সেগুনবাগিচা