শেরেজাদ আহমেদ শেরি স্মরণে

আহা সেই আধো-ফোটা ফুল
ঝ’রে গেল এমন অবেলা!
ভ্রমর কি এসেছিল কুঞ্জে
গুঞ্জরিত করেছিল শাখা?

উন্মীলিত নয় পরিপূর্ণ
তবু বিপুলসম্ভবা ফুল
ভোরের সূর্যের মতো শুভ্র
পেল নাতো নিটোল দুপুর।

আহা সেই আধো-ফোটা ফুল
কী নিবিড় বেদনার গূঢ়
হাহাকার রেখে গেছে বুকে
কুসুম কাননে ফুলে ফুলে।

তরুর মর্মরে পাপিয়ার
ক্রন্দনে শোকের বিতোফেন
আহা সেই আধো-ফোটা ফুল
ঝ’রে গেল অবিকশিত ঘ্রাণে!