জানি তুমি আসবে আবার ফিরে
তুমি জেনে গেছো মানুষের ভেতরে আরেকটি মানুষ থাকে
আমি প্রতীক্ষায় থাকি চৌচির মাটির মতোন তৃষ্ণার্ত
সারা বুক জুড়ে কেবল প্রতীক্ষা, দীর্ঘ দিবস রজনী
বৃষ্টির নূপুর পায়ে তুমি আসবে চৈত্রের ঝরা পাতা শেষে
মাঘি পূর্ণিমায় তোমার আরক্ত আদলে উদ্ভাসিত জ্যোৎস্নায়
নিভে যাবে আমার সমস্ত প্রতীক্ষার অগ্নি।

বসন্তের প্রথম দিবসে ফোটা সাহসী কলির মতো
তুলে দেবে প্রস্ফুটিত ঠোঁট আমার চিবুকের কাছে
নিমিলিত চোখের পাতায় বিন্দু বিন্দু শিশির কণায়
ঝিলমিল করে উঠবে ভোরের আকাশ।

পৃথিবীতে এতো রঙেÍ ছড়াছড়ি আর কোনদিন হবে না
রামধনু মুখ লুকাবে লজ্জায় তোমার সমস্ত মুখে
উড়ে এসে বসবে পৃথিবীর সব প্রজাপতি।

পৃথিবীতে আর কোন সম্রাট এতো সম্মানিত হবে না
এতো বাদ্যযন্ত্র এতো মানুসের কোলাহল
আর কোনদিনই যাবে না শোনা ব্রহ্মাণ্ডে
এতো খুশি এতো আনন্দিত, এতো গর্বিত
কোন কস্মিনকালেও আর হবে না মানুষ।

প্রতীক্ষায় আছি তুমি আসবে আবার ফিরে
জানি তোমার ভেতরেও আছে জানি আরেকটি নারী।

ঢাকা