নদীকে মহান বলি
স্রোতস্বিনী আবার গভীর।
স্নিগ্ধ-কোমল আবার হিংস্র উন্মাদিনী
মেঘ-জোছনা, রৌদ্র-ছায়া, আলো-আঁধারের
অপরূপ প্রতিবিম্ব।

আকাশের যত তারা
মানুষের যত অশ্র“
পাখিদের যত গান
বুকে নিয়ে নদী একা।
নদীকে মহান বলি
স্রোতস্বিনী আবার গভীর।

জেগে ওঠা উর্বর পলির চর
ভাঙে আবার শস্যের ভুুঁই
নবান্নের হাসি আনে
কাঁদায় আবার সহস্র জীবন।
নদীকে মহান বলি
স্রোতস্বিনী আবার গভীর।

যেন প্রকৃতি ও মানুষের দ্ব›দ্বতত্ত¡ নদী।