আব্দুল মান্নান সৈয়দ
কেন নয় সৈয়দ আব্দুল মান্নান?
সেই উত্তর খুঁজতে খুঁজতে হঠাৎ শুনি- নেই
সে নেই যে মান্নান সৈয়দ

নামে কী আসে যায় নাকি নামেই পরিচয়
মান্নান সৈয়দ সেই ব্যাকরণ
সব নামই কবির নাম নয়
কবিতার মতো কবিরও নাম হতে হয়।

বিশুদ্ধ তকমা আঁটা সফেদ আস্তিন
আর কজন আছে মূর্খের এ দেশে তার মতো
সৃজনশীলতায় শুদ্ধ অশুদ্ধ সুগন্ধ দুর্গন্ধ
ফুল কিংবা পাথর কস্তুরির ঘ্রাণ
বাস্তব ও পরাবাস্তব।

সৃষ্টির গদ্যপদ্য উন্মাতাল
আজীবন নিভৃতচাষি আব্দুল মান্নান সৈয়দ
প্রতিহিংসার দেশে আর কি আসবে ফিরে?

০৬.০৯.২০১০ সেগুনবাগিচা