আবার কবিতা হবে
কবিতার জন্যে আবার যুদ্ধে যাব।
কবিতাকে ভালোবেসে আবার ছন্নছাড়া
আউল বাউল উদাসীন পথে-পথে ঘুরে বেড়াব
আবার চষে ফিরব টেকনাফ তেতুলিয়া
লালনের বেশে।
আবার নুলো ভিখিরির গান শুনব মধ্যরাতে
পথের কুকুর হবে বন্ধু
ফুটপাত ছেড়ে মাঝপথে গাইব গান গলা ছেড়ে
দুপাশের গাছের পাতারা সোল­াসে মেলাবে গলা
আইল্যান্ড হাত ধরে সাথে সাথে হাঁটবে
গ্রিলগুলো উঠে আসবে
শিবলী আর নিপা’র মতো নৃত্য করে।

স্পিডব্রেকার মাথা নত করে পথ ছেড়ে দেবে দ্রুত
নীলক্ষেত শাহবাগ চানখাঁরপুল নিউমার্কেট পল্টন
প্রেসক্লাব বাংলাবাজার গুলিস্তান মতিঝিল
বাংলা একাডেমি শহীদ মিনার বটতলা হাকিম চত্বর
আবার চমকিত হবে পুরোনো ইয়ারদের পদচারণায়।

কামালকে ডেকে বলে দেব; শালা, লাল ফিতার আমলাগিরি
ফেলে লাল দেয়াল ভেঙে বেরিয়ে আয়
জাফর, ঋণখেলাপিদের কলম পিষে লাভ কী দোস্ত
এসো, আবার কবিতা নিয়ে মাতামাতি করি।
তুষার, বিজ্ঞাপনের কবিতা ছেড়ে
মূল কবিতায় ফিরে এসো ফের।
সোহেল, চোরাবালিতে ডলার খুঁজে লাভ কী?
আয় প্রেমের চুমু কবিতার জলে ঘুরিয়ে লেখ।
সাজ্জাদকে আর ফিরে পাব না হয়তো।
আওলাদ বাউল পথে-পথেই মূলস্রোতে কেবল ফিরিয়ে আনা।
সলিমউল­াহ, জ্ঞানপিপাসায় আর কতকাল পুঁজিবাদের জরায়ুর ধ্যান;
রীয়াজ ফিরে এসো, সত্তরের কবিদের নতুন অগ্রযাত্রায় তোমাকে চাই।
মুক্তি, আকাশের ঠিকানায় লেখা রুদ্রের চিঠি কি তোমার ডাকবিভাগ
বিলি করতে ভুলে গেছে? তুমিও এসো প্লিজ।
ইসহাক নিশাত আবিদ আলমগীর মিলু ফজলে সাবের আজিজ
সেলিম সোহরাব মইনুস সবাই টিএসসি’র সামনে দাঁড়িয়ে আছে
আমরা মিলিতভাবে মিঠেখালি যাব;
বড় অভিমানে বেদনায় রুদ্র আমাদের ‘মধ্যমণি’ ঘুমিয়ে আছে
ওকে ডেকে তুলতেই হবে তীব্র ওর অভিমান ভাঙিয়ে
যেভাবেই হোক ঢাকায় আনতে হবে।

রুদ্র ফিরে এলে দল বেঁধে সবাই একবার
লুৎফর রহমান সরকারের কাছে যাবো
বলবটাকা সে তো মরীচিকা!
কবি কেন ঘুরে মরবে টাকার পেছনে
ল²ী আর সরস্বতী থাকে কি এক ঘরে?
কলম-ছোঁয়া হাত নষ্ট হবে কি
টাকার ময়লা ছুঁয়ে ছুঁয়ে?
জীবিকার যে জোয়াল তুলে দিয়েছেন কাঁধে
অর্থের অনড় ঘানি আর বইতে পারি না
এবার তাকে নামিয়ে দিন;
আমরা শুধু কবি হতে চাই; আবার কবিতা লিখব
আমরা কবিতার ঝড় তুলব আকাশে
স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে রাস্তার মোড়ে মোড়ে
গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে
সর্বত্র জ্বলজ্বল করবে কবিতার মোহন পোস্টার।
লিটন ম্যাগাজিন সাময়িকী ফোল্ডার
বইয়ে বইয়ে গ্রন্থিত হবে সব নতুন কবিতা;
শুধু ফাল্গুনে নয়, মাসে মাসে বেরুবে
নতুন শতকের নতুন কবিতা
মানুষের প্রতি মানুষের সুগভীর
ভালোবাসার অবিনাশী পঙক্তিমালা।

ঘাতক প্রতারক ছদ্মবেশী শাসক
শোষক লুটেরা নিপীড়কদের বিরুদ্ধে
শ্রমিক মজুর বিদ্রোহী প্রতিবাদী মানুষের
বিপ্লবের রক্তরাঙা অনিন্দ্য সুন্দর
নান্দনিক উৎকর্ষে শ্রেষ্ঠ একেকটি কবিতা।
আবার কবিতা হবে
কবিতার জন্যে আবার যুদ্ধে যাব।